ক্রাইস্টচার্চে মসজিদে চালানো বর্বর হামলার সাথে বুধবার ছুরিকাঘাতে নিহত লোকটির কোন সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ক্রাইস্টচার্চ পুলিশ জরুরি ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মসজিদে ওই হামলায় ৫০ মুসুল্লি নিহত হন।
‘সন্দেহজনক আচরণের’ ব্যাপারে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে ৫৪ বছর বয়সী ওই লোকটির বাড়িতে অভিযান চালায়। তারা সেখানে একটি আগ্নেয়াস্ত্র রাখার খাপ পায়।
তারা ক্রাইস্টচার্চের রিচমন্ড পার্ক এলাকায় তার গাড়িটি থামায়। এরপর তিন ঘন্টা ধরে পুলিশ লোকটিকে আত্মসমর্পনের বারবার আহ্বান জানায়।
পরে পুলিশ ধীরে ধীরে গাড়িটির দিকে এগিয়ে যায় এবং লোকটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। তার শরীরে ছুরিকাঘাত ছিল। এর কিছুক্ষণ পর লোকটি মারা যায়।
লোকটি কিভাবে আহত হয় সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
তবে তারা জানায়, গাড়িটিতে কোন আগ্নেয়াস্ত্র ছিল না। পরে বিস্ফোরক বিশেষজ্ঞরা গাড়টি পরীক্ষা করে।