গোপালগঞ্জে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তুহিন মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, সম্প্রতি চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। আজ জুম্মার নামাজের সময় মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা কমিটি নিয়ে গালিগালাজ করে।
এ সময় ওই মসজিদে নামাজ পড়তে আসা আক্রাম মোল্যা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালমন্দ করা হয়। এ বিষয়ে আক্রাম মোল্যার ছেলে তুহিন বিষয়টি শুনতে গেলে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার সাথে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে রাজু ফকির নামে এক ব্যক্তি তুহিনকে ফুলকুচি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তুহিনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুর মা’সহ দুই নারীকে আটক করেছে পুলিশ। মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।