ইরাকের মসুল শহরে আল-নূরি মসজিদ পুনঃনির্মাণে ভিত্তি স্থাপন করেছে দেশটির ধর্মীয় নেতারা, যা ২০১৭ সালে ইসলামিক স্টেট জঙ্গিদের সাথে যুদ্ধে উড়িয়ে দেয়া হয়েছিল।
মসজিদটি আল-নূরির দ্য গ্রেট মসজিদ নামেও পরিচিত এবং ১২ শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল।
২০১৪ সালে মসজিদটিতে আইএসএ নেতা আবু বকর আল-বাগদাদি খেলাফত প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন।
গত বছর চরমপন্থীদেরকে পরাজিত করে শহরটি পুনঃউদ্ধার করে ইরাকী বাহিনী, কিন্তু মসুলে একটি ভয়ঙ্কর যুদ্ধে আল-নূরি মসজিদটি ধ্বংস হয়।
মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া রবিবার সেখানে ইরাকের সুন্নি প্রধান আব্দুল আযেফ আল-হুমায়িম এক সভা করেন।
সংযুক্ত আরব আমিরাত মসজিদটি পুনঃনির্মাণের জন্য ৫০.৪ মিলিয়ন ডলার দান করেছে। আর এটি নির্মাণ করতে পাঁচ বছর সময় নেয়া হয়েছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ