তেহরানে রাশিয়ার দূতাবাস মস্কোতে ইরানের অস্ত্র সরবারাহের অভিযোগের খবর প্রত্যাখান করেছে। খবর তাস’র।রোববার দূতাবাসের টুইটার পেজে দেয়া বার্তায় তারা জানায়, ‘রাশিয়ায় ইরানের অস্ত্র সরবরাহের ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ভূয়া এবং পুরোপুরি গুজব। বাস্তবতার সাথে এ সব খবরের কোন মিল নেই।’
এর আগে, ব্রিটেনের কিছু সংবাদ মাধ্যম আউটলেট ইউক্রেনে বিশেষ অভিযানে রাশিয়ার ব্যবহারের জন্য ইরাক ও ইরান থেকে মস্কোতে বিভিন্ন অস্ত্র সরবরাহের অভিযোগের খবর প্রকাশ করে। এ সব অস্ত্রের মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। বাগদাদ ও ইরান উভয় এ সব খবর নাকচ করে দিয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান