মস্কোতে বিনামূল্যে দেয়া হবে কোভিড-১৯ ভ্যাকসিন: মেয়র

মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন শুক্রবার ঘোষণা করেছেন যে মস্কোতে কোভিড-১৯ রোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। খবর তাস’র।

রোশিয়া-১ টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটি সহজলভ্য হওয়ার সাথে সাথে আমরা টিকাদান ক্যাম্পেইন শুরু করব।’

‘চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে সব বহিরাগত রোগীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে,’ যোগ করেন তিনি।

তিনি একই সাথে শরতের সময়ের দুটি মহামারি এড়াতে সিজন ফ্লু’র টিকা দেয়ারও আহ্বান জানিয়েছেন।

‘অনেক কাজ করা দরকার। আমরা এ জন্য প্রস্তুতি নিচ্ছি,’ তিনি যোগ করেন।