উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মস্কোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর ও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার রাজধানী মস্কোর কাছে এক নিরাপত্তা সম্মেলনে মঙ্গলবার এ কথা বলেন।
রাষ্ট্র পরিচালিত রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরো জানান, কিম জং উন প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।