মস্কো অঞ্চলে সামরিক ঘাঁটির কাছে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে ক্ষয়-ক্ষতি হয়নি।
আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।
মস্কো শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নারো-ফোমিনস্ক জেলায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় গভর্ণর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে বলেছেন, দু’টি ড্রোন আজ ভোর ৫.৩০ মিনিট ও ৫.৫০ মিনিটে সামরিক ঘাঁটির স্টোরেজ ইউনিটের কাছে বিধ্বস্ত হয়েছে।
রুশ সেনাবাহিনীর দখলকৃত এলাকা পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর প্রেক্ষাপটে এ ড্রোন হামলা চালানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ বিশেষকরে ড্রোন হামলা বেড়ে গেছে।