রাশিয়ার রাজধানী মস্কোয় শনিবার দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ইউরো ২০২০ ম্যাচের প্রাক্কালে সেন্ট পিটার্সবার্গে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মস্কোয় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। একদিন আগে ৯ হাজার ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছিল। এদিকে ভারতীয় ধরণ ডেল্টার কারণে সংক্রমণ তীব্রভাবে বাড়ছে এবং হাসপাতালগুলো উপড়ে পড়ছে করোনা রোগীতে।
মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেছেন, নতুন সংক্রমণের ৯০ শতাংশই ভারতে প্রথম দেখা দেয়া ডেল্টা ধরণ।
এদিকে দেশজুড়ে গত ২৪ ঘন্টায় ১৭, ৯০৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৪৬৬ জন। এর মধ্যে মস্কোয় মারা গেছে ৭৬ জন।
গত ১৩ মার্চের পর করোনার এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি।
করোনার নতুন ঢেউয়ের তীব্র সংক্রমণের শিকার দেশটির দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গও। মস্কোর পরেই সেখানে সবচেয়ে বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। এর ফলে সেখানে ইউরো ২০২০ ম্যাচ শুরুর প্রাক্কালে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।