মস্কোয় করোনা মহামারি শুরুর পর দৈনিক সর্বোচ্চ ১১৪ জন মারা গেছে।
এন্টি করোনা ভাইরাস ক্রাইসিস সেন্টার রোববার এ খবর জানায়।
সূত্র মতে, রাশিয়ার রাজধানী মস্কোতে মোট ২২ হাজার ৮৬ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে।
এদিকে মস্কোয় নতুন করে ছয় হাজার ৭২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল আট হাজার ৪৫৭ জন।
মস্কোয় মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৩৮ হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।