মস্কো থেকে লিথুনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহার করার কারণে ভিলনিয়াসে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূতকে লিথুনিয়া ত্যাগ করতে হবে। বাল্টিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবার্গিস সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
‘ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের জবাবে লিথুনিয়ার সরকার রাশিয়ায় কূটনৈতিক মিশনের মর্যাদা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ান রাষ্ট্রদূত লিথুনিয়া ত্যাগ করবেন।’
মন্ত্রী বলেন, ‘মস্কোয় লিথুনিয়ান রাষ্ট্রদূত অচিরেই লিথুনিয়ায় ফিরবেন।’ সরকার ক্লাইপেডায় রাশিয়ান কনস্যুলেট জেনারেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
ভিলনিয়াস ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অংশীদারদের বিষয়টি অবহিত করেছে উল্লেখ করে তিনি অংশীদারদেরকে তাদের এই নেতৃত্ব অনুসরণ করার আহবান জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান