মহম্মদপুরে ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত ১

মাগুরার মহম্মদপুরে ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে আবুল বাসার (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

শনিবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল বাসার মহম্মদপুর উপজেলার বিল্লপাড়া গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ৫টি রামদা উদ্ধার করেছে। আবুল বাসারের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, উপজেলার রামপুর গ্রামে রাত ২টার দিকে দুদল ডাকাতের মধ্যে গোলগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তিনি ডাকাত সর্দার আবুল বাসার। তাকে মহম্মদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ