কক্সবাজারের মহেশখালী দ্বীপে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। দ্বীপের কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৪০)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সকাল ৯ টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ‘উভয়পক্ষের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান