মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত।আবহাওয়া ঠিক থাকলে আজই মহাকাশের পথে যাত্রা করবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।
স্যাটেলাইটের গায়ে কোন কিছু লিখার নিয়ম না থাকলেও বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা থাকবে।বিষয়টি স্যাটেলাইট উৎক্ষেপণের নতুন মাত্রা যোগ করেছে।
ফ্লোরিডার একটি হোটেলে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সাধারণত স্যাটেলাইটের কোথাও কিছু লেখা যায় না। লেখার কোনো নিয়মও নেই। কিন্তু ৫৭তম স্যাটেলাইট দেশ হতে যাওয়া বাংলাদেশকে স্মৃতি হিসেবে কিছু একটা লিখার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, থালাসের বিশেষ অমোচনীয় কালিতে স্যাটেলাইটের গায়ে লিখা হয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। স্যাটেলাইটের পুরো মেয়াদকাল অর্থাৎ ১৫ বছরেও এ লেখা মুছেবে না।
ফ্লোরিডায় বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে স্পেস এক্সের দেয়া নৈশভোজে অংশ নিয়ে তারানা হালিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তারানাকে এ সময় বেশ আবেগাপ্লুত দেখা যায়।
আরজেড/