রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল নার্সিং কলেজ ভবনে আজ রবিবার (১৫ মার্চ) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বেলা ২টা ৫০ মিনিটের দিকে রয়্যাল ফিলিং স্টেশন নামে একটি পাম্পের পাশে ৯ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ