রাজধানীর মহাখালী এলাকার আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ‘বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৯ মিনিটে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগার খবর পাওয়ার পর ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ১৪ তলা ভবনে থাকা অনেকেই ছাদে অবস্থান নেন। তাদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। (বাসস)