স্বাতন্ত্র বজায় রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মাহী. বি চৌধুরী।
এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানও উপস্থিত ছিলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত হবে।’
এর আগে দুপুর ১টার দিকে মান্নান ও মাহী বি. চৌধুরী আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এ সময় তারা আওয়ামী জোটে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেন।
আজকের বাজার/এমএইচ