মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতিসহ ১০জন আটক

খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবিউল্লাহ নবীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর দেড়টার দিকে, মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবিউল্লাহ নবীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা রাস্তা অবরোধ করে মিছিল করলে পুলিশ নবীউল্লাহসহ ১০ নেতা-কর্মীকে আটক করে।

এদিকে, রাজধানীর ফকিরাপুল থেকে বিএনপির বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত। এর প্রতিবাদেই বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮