সৌদি আরবে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে পবিত্র মসজিদ আল-নববীতে এশার নামাজ আদায় করেন তিনি। সেখানে বাংলাদেশের জনগণ সহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া পাঠ করেন শেখ হাসিনা।
এর আগে রাতে রিয়াদ থেকে সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মদিনায় আসেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন তিনি। সেখানে কূটনৈতিক এলাকায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে রিয়াদ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিয়াদে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি রাজপ্রাসাদে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সাথে সাক্ষাৎ করেন।
শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তথ্যসূত্র-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ