সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করায় ৩০ বছরের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।
শনিবার ১০ জুন বিচারক সাবির আহমেদ এই রায় ঘোষণা করেন।
শিয়া সম্প্রদায়ের ওই যুবককে গত বছর বাহাওয়ালপুর থেকে গ্রেফতার করা হয়। ওকারার বাসিন্দা ওই যুবক হজরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে ফেসবুকে মর্যাদা হানিকর মন্তব্য করেন। এরপর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়।
সাইবার ক্রাইম সংক্রান্ত মামলায় এখন পর্যন্ত পাকিস্তানে এটাই সবচেয়ে বড় সাজা দেয়া হলো। ইসলাম বিরোধী কথাবার্তায় দোষী সাব্যস্ত কাউকে এর আগে মৃত্যুদণ্ড দেয়া হয়নি।
আজকের বাজার: আরআর/ ১২ জুন ২০১৭