জাতিসংঘ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, কোভিড-১৯ মহামারির কারণে লাতিন আমেরিকায় বাড়তি ১ কোটি ১৫ লাখ লোক চাকরি হারাবে।
জাতিসংঘের ইকোনোমিক কমিশন ফর লাতিন আমেরিকা এন্ড দ্য ক্যারিবিয়ান (ইসিএলএসি) এবং আইএলও বলেছে, এই অঞ্চলে এখন কর্মহীন লোকের সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ।
বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়, এ অঞ্চলে ২০২০ সালে বেকার সংখ্যা ২০১৯ সালের ৮.১ শতাংশ থেকে বেড়ে ১১.৫ শতাংশ দাঁড়াবে, এই বেকারত্বের নেতিবাচক প্রভাবের কারণে ১৯৩০ সালের অর্থনৈতিক মন্দার পরে সবচেয়ে ভয়ংকর এই মহামন্দায় এই অঞ্চলের অর্থনীতির ৫.৩ শতাংশ ধস নামবে।
আইএলও আশংকা করছে, কর্মঘন্টা ১০.৩ শতাংশ হ্রাস পাবে, এতে ৩ কোটি ২০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে।
দারিদ্র বৃদ্ধি পাবে ৪.৪ শতাংশ এবং অতি দারিদ্র ২০১৯ সালের তুলনায় ২.৬ শতাংশ বাড়বে। এতে লাতিন আমেরিকায় দারিদ্রের হার বেড়ে দাঁড়াবে জনসংখ্যার ৩৪.৭ শতাংশ এবং চরম দারিদ্রের সংখ্যা দাঁড়াবে ১৩ শতাংশ। এতে দারিদ্রের সংখ্যা দাঁড়াবে ২১ কোটি ৫০ লাখ এবং অতি দরিদ্রের সংখ্যা দাঁড়াবে ৮ কোটি।