রাজধানী ঢাকার সড়কের পাশাপাশি দেশের মহাসড়কগুলোতেও যেন কোনোভাবে ফিটনেসবিহীন গাড়ি চলতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সোমবার (১৩ আগস্ট) পুলিশ সরদফতরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে ট্রাফিক আইনের কঠোরভাবে বাস্তবায়ন করায় ফিটনেসবিহীন গাড়ি ঢাকার রাস্তায় নামতে দেয়া হচ্ছে না। বৈধ কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাই করা হচ্ছে।
জাবেদ পাটোয়ারী বলেন, মহাসড়কেও যেনো ফিটনেসবিহীন গাড়ি না চলে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ির যাবতীয় কাগজপত্র বাছাই করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আইজিপি আসছে ঈদ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের পদক্ষেপ ও তৎপরতার কথাও তুলে ধরেন।
আইজিপি বলেন, কোরবানির জন্য নির্দিষ্ট হাটের ভেতরে থেকে পশু ক্রয়-বিক্রয় করতে হবে। হাটের বাইরে কোনো পশু রাখা যাবে না এবং ক্রয়-বিক্রয়ও করা যাবে না।
তিনি বলেন, রাস্তায় যাতে পশুবাহী ট্রাকে কোনো ধরনের চাঁদাবাজি না হয় এ জন্য পুলিশ তৎপর রয়েছে।
তিনি বলেন, ঈদের সময় বেশির ভাগ মানুষ গ্রামের বাড়ি যায়। বাসা খালি থাকে। এ সময় চুরি-ডাকাতি হয়। এসব রোধে সজাগ থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।