সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান। ওবায়দুল কাদের আরো বলেন, ব্যাটারিচালিত অটো রিকশা ও ইজিবাইকগুলির ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম নিরাপদ ও মানসম্মত নয়। তাই বিধি-বহির্ভূতভাবে যত্রতত্র চলাচল বন্ধ করার জন্য বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকও করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান