মহাসড়কে ৬০ কিলোমিটারের নিচের গতির যানবাহন চলাচল না করার বিধানটি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ,বিআরটিএ’র নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
৩ অক্টোবর মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. কামরুল আহসান স্বাক্ষরিত বিআরটিএ’র চেয়ারম্যানের কাছে পাঠান চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, “হাইওয়েস অ্যাক্ট, ১৯২৫ এর অধীনে প্রণীত‘ মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ বিধিমালা), ২০০১’ তে রয়েছে ‘মহাসড়কে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি নেই এমন কোনো মোটরযান চালনা করিবেন না।’ বিধানটি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিতে নির্দেশ দেয়া হলো।”
একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, হাইওয়ে রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শককে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭