প্রখ্যাত সাংবাদিক এবং বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাবেক বার্তা সম্পাদক মহিউদ্দিন আহমেদ আর নেই। বুধবার ভোর ৫টার দিকে ৭৯ বছর বয়সে রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজ বাসভবনে তিনি মারা গেছেন।
মহিউদ্দিন আহমেদের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় প্রেস ক্লাবের সদস্য প্রবীণ এই সাংবাদিক ১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। গত সেপ্টম্বর মাস থেকেই তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
গুণী এই সাংবাদিক রেখে গেছেন তার স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী। বুধবার বাদ জোহর নামাজ-ই-জানাজা শেষে বনশ্রীর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান