চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ৭৩ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা চট্টগ্রামের বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
অনেক দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে।
গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি ম্যাপ হাসপাতালে ভর্তি করা হয়।
বাদ আসর লালদীঘি মাঠে মহিউদ্দিন চৌধুরীর জানাজা হবে। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মহিউদ্দিন চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের শীর্ষ পদে ছিলেন। চট্টগ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলন, বন্দর রক্ষা আন্দোলন ও অসহযোগ আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম হোসেন আহমেদ চৌধুরী ও মা বেদুরা বেগম।
আজকের বাজার: এলকে/ ১৫ ডিসেম্বর ২০১৭