কক্সবাজারের মহেশখালীতে উড়ন্ত অবস্থায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি মাটিতে পড়ার আগে কয়েক ভাগে ভেঙে পড়ে। মাটিতে পড়া অংশগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।
উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। তবে বিমানটিতে কতজন ছিলেন এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজকের বাজার: সালি / ২৭ ডিসেম্বর ২০১৭