কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রোববার( ২২ জুলাই) সকালে মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা অভিযানে, অস্ত্র তৈরির দুটি গোপন কারখানার সন্ধান পাওয়া যায়।
এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুই জনকে আটক করা হয়। কারখানা দুটিতে তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, সাতটি শ্যূটারগান ও ২৪ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব। আটক শহীদুল্লাহ ও হাকিমের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আজকের বাজার/আরআইএস