মহেশখালীর ১৬ যুদ্ধাপরাধীর বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামতউল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার, ৩ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত।

এই ১৬ জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-সালামতউল্লাহ খান, মো. রশিদ মিয়া, নূরুল ইসলাম, বাদশা মিয়া ও ওসমান গণি।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ১০টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আরএম/রাসেল