ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আজ জেলার মহেশপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুয জুম্মা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, শফিকুল আজম খান চঞ্চল এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, আনোয়ারুল আজীম আনার এমপি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সভাপতি ও মীর সুলতান উজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান