চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী হাইচ মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোবাসে আগুন লেগে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মাইক্রোবাসে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত দুজন হলো- রনি (১২) এবং রাসেল (১০)। তাদের বাড়ি কুমিল্লা।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, সকাল সোয়া ৭টার দিকে একটি হাইচ মাইক্রোবাস চট্টগ্রামের দিকে আসার পথে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস আগুন ধরে পুড়ে তিনজন নিহত হন। খবর পেয়ে মীরসরাই থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নির্বাপণ ও উদ্ধার কাজ চালায়।
ঘটনাস্থলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ টিমও উদ্ধার কাজ চালায়।
সূত্র – ইউএনবি