যুক্তরাষ্ট্রের সিনেট সে দেশের সাবেক সিআইএ প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিলো। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বৃহস্পতিবার দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান পম্পেওর মনোনয়ন নিশ্চিত করেছে মার্কিন সিনেট।
ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা। খবর বিবিসি’র
গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন পম্পেও।
জানা যায়, বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাটরা পম্পেওর বিরোধিতা করে বলেন, তিনি মুসলিমবিরোধী হিসেবে পরিচিত। এছাড়া তার আরও সমস্যা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমেই বেলজিয়ামের ব্রাসেলসে যাচ্ছেন পম্পেও। তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিবেন। বৃহস্পতিবার মনোনয়নের কয়েক ঘণ্টা পরই এই সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি।
আরএম/