পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের উদ্যোক্তা পরিচালক রোকেয়া আফজাল রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, মাইডাস ফাইন্যান্সিংয়ের উদ্যোক্তা পরিচালক রোকেয়া আফজাল রহমানের কাছে থাকা মোট ৮ লাখ ১১ হাজার ৮০৯টি শেয়ারের মধ্যে ৩ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানির মোট শেয়ারের ৩৯.৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৯.০২ শতাংশ এবং ৩১.২৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।