পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রোববার,৭ মে কোম্পানির পরিচালনা বোর্ড এই প্রতিবেদন অনুমোদন করে।
আলোচ্য সময়ে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯ টাকা ৬০ পয়সা।