ভারতের মাওবাদী বিদ্রোহীদের হামলায় ৮ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের ঘটানো বিস্ফোরণে টহলরত আধা সামরিক বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। খবর এএফপি’র।

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একজন মুখপাত্র জানান, প্রত্যন্ত জঙ্গল এলাকায় মাওবাদীদের এ হামলায় আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্যে রাজ্যের রাজধানী রায়পুরে নেয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবারের এ হামলাকে খুবই মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গত কয়েক দশক ধরে মাওবাদী বিদ্রোহীরা রাজ্যের দরিদ্র উপজাতীয়দের জন্যে ভূমি, কর্মসংস্থানসহ অন্যান্য দাবিতে সংগ্রাম চালিয়ে আসছে। এ পর্যন্ত তাদের বিদ্রোহের বলি হয়েছে হাজার হাজার লোক।

এমআর/