সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আগামী ৮ জুলাই প্রতিবেদনটি দাখিলের নতুন দিন ধার্য করা হয়।
বুধবার (২৩ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন দিন ধার্য করেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর মুন্সীবাড়ির দ্বিতীয় তলায় গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ছেলে ফয়সাল ফারুকী।
মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
রাসেল/