জেলায় কৃষকের মাঝে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে এ পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ এর আওতায় ২০২৪-২০২৫ মৌসুমেএ পাট বীজ বিতরণ করা হচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ৫ হাজার ৫শ কৃষকের মধ্যে এ বীজ বিতরণ করা হবে। (বাসস)