মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার সকাল ১০ টায় ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছনা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মাগুরা পৌরসভা চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, পৌর সচিব রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় অংশ নেন পরিচ্ছন্ন কর্মীরা। মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। (বাসস)