মাগুরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলায় আজ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং শিক্ষকগনের সাথে কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপর  ১টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহম্মদপুর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) বাসুদেব মালো, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কান্তি আইচ, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবিরুল হাসান, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন প্রমুখ।

মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধারার পাশাপাশি তা বাস্তবায়নে সকলকে কাজ করার আহবান জানান বক্তারা।
মতবিনিময় সভায় মাগুরা জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায়  জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। (বাসস)