মাগুরা জেলার শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামে রোববার (১২ আগস্ট) সকালে তপাই বিশ্বাস (১০) নামের এক স্কুলছাত্র সাপের কামড়ে মারা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, তপাই বিশ্বাস ভাটোয়াইল গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে এবং সে ভাটোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
ঘুমের ঘরে তার নিজ বাড়িতে বিছানায় বিষধর সাপ তাকে দংশন করলে সে মারা যায়, বলেন ওসি ।
অপরদিকে মাগুরা সদর উপজেলার আলীধানী গ্রামে সাদ্দাম হোসেন(২৩) নামের এক যুবক গতরাতে সাপের দংশনে মারা গেছে।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক জানান, রাতের বেলায় সে নিজ বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপ দংশন করলে মুমুর্ষ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ