ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উপশাখা সম্প্রতি মাগুরার নতুন বাজারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর আশুতোষ সাহা, ব্যবসায়ী উদয় সঙ্কর সাহা, মো. আব্দুস সালাম ও উত্তম কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা শাখাপ্রধান মো. জাহাঙ্গীর হোসেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন বাজার উপশাখা ইনচার্জ এ বি এম আব্দুল্লাহ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের উপশাখায় হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ফান্ড ট্রান্সফার, ফরেন রেমিট্যান্স উত্তোলন, ইউটিলিটি বিল জমা ও বিনিয়োগ প্রদানসহ সকল ব্যাংকিং সেবা প্রদান করা হয়।