জেলায়‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’শীর্ষক এক সম্প্রীতি সংলাপ আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি’র বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। আজ দুপুর সাড়ে ১২টায় শহরের নোমানী ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে আলোচনা করেন- সম্প্রীতি’র বাংলাদেশ- এর আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব স্বপ্নীল, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
আরও উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এস্কেনদার আজম বাবলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ ও সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রমূখ। খবর-বাসস
আাজকের বাজার/আখনূর রহমান