মাগুরায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Magura

মাগুরার শালিখা উপজেলায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুলাই) বিকালে উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটির কানের নিচে গুরির চিহ্ন রযেছে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি ছিল। তবে তার পরিচয় জানা যায়নি।

আজকের বাজার/একেএ