মাগুরা জেলা পরিষদ কর্তৃক ২০০টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য প্রথম পর্যায়ের অনুদানের প্রায় ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রতিষ্ঠান প্রধানদের হাতে অনুদানের এ চেক তুলে দেন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী শহীদুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে ২০০টি প্রতিষ্ঠানের প্রতিটির অনুক’লে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা ও সর্বনি¤œ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান