মাগুরায় আর দুজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আক্রান্তদের একজনের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া (বাখেরা) গ্রামে এবং অপরজনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
জেলা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, বাঘারপাড়ার ওই ব্যাক্তি শুক্রবার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। সন্দেহ হওয়ায় তার নমুনা নেওয়া হয়। যেহেতু শালিখা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাই তার নাম মাগুরার মধ্যে চলে এসেছে।
সিভিল সার্জন জানান, জেলা থেকে মোট ১০২ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। এর মধ্য ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এসব রোগীদের গ্রামের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।