মাগুরায় আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

Magura

মহম্মদপুর থানার রামপুর গ্রামে শনিবার সকালে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত এবং ১০ বাড়ি ভাঙচুর করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, রামপুর গ্রামের দুই আওয়ামী লীগ নেতা রুহুল মেম্বার ও খাইরুল মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে দুপক্ষ লাঠিসোটা, ধারালো অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে। সংঘর্ষে দুপক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, জানান ওসি।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পাহারা দিচ্ছে।