মাগুরার মহম্মদপুর থেকে ইউনুস মিয়া ওরফে জেমস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওই গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুস মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থেকে এক হাজার ১৪০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
আরএম/