সদর উপজেলার বরুণাতৈল সেতুর কাছে মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেরে দুদল ডাকাতের মধ্যে কথিত গোলাগুলির ঘটনায় দুই ‘ডাকাত’ সর্দার নিহত হয়েছেন। তারা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার লাভলু মন্ডল(৪০)ও বোয়ালমারী উপজেলার দাউদ মন্ডল(৩৮)। তারা ১০ মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইফুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত দেড়টার দিকে দুদল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়। এ সময় গুলির শব্দ পেয়ে টলহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই‘ডাকাতের’লাশ পড়ে থাকতে দেখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে সাতটি ধারালো অস্ত্র এবং ১০টি কর্তুজ উদ্ধার করেছে জানিয়ে ওসি বলেন, তারা লাশ দুটি হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান