শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা রবিবার সকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন।
নিহত নয়ন মিয়া (৪০) সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের রউফ মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে ৭টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা মাগুরাগামী পিকআপভ্যানেটি ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক পিকআপভ্যানেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নয়ন নিহত হন। এ ঘটনার পর ট্রাকচালক দ্রুতগতিতে পালিয়ে যায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।