মাগুরায় পৌরসভার উদ্যোগে আজ শনিবার দুপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে চৌরঙ্গী মোড় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জজকোট এলাকায় এসে শেষ হয়।
এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম,পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলসহ অন্যান্যরা। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান