মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে মোক্তার হোসেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সকালে ঘটা এ সংঘর্ষে উভয় পক্ষের আরও প্রায় ৫০ জন আহত হন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে শিবরামপুর গ্রামের জাফর মোল্লা ও আক্তার বিশ্বাসের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে উভয় পক্ষের মধ্যে ঝগড়া এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে মোক্তার হোসেন ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া, সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুরসহ উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

আজকের বাজার / ফজলুর রহমান